

তিলক্ষেতের সীমানা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন অন্তত ৫ জন।
সোমবার দুপুরে উপজেলার দুর্গম আলোকদিয়া চরে এ হামলার ঘটনা ঘটে। নিহত শীকার শেখ (৭০) একই এলাকার বাসিন্দা।আহতরা হলেন- হযরত আলী (৬০), জিলানী (৪০), আনু (৩০) আওয়াল (২৫) ও ইউসুফ (২০)।
স্থানীয় ইউপি সদস্য মজনু হক (মিনজু) জানান, শীকার শেখের জমির অংশের ভেতর জোর করে ঢুকে তিল আবাদ করছিলেন জাহাঙ্গীর ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দেশি অস্ত্র দিয়ে শীকার শেক ও তার লোকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
এ সময় শীকার শেখসহ অন্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। সন্ধ্যার পর ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে শীকার শেখ মারা যান।
শিবালয় থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই হযরত আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এসএস