আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

সোশ্যাল মিডিয়ায় কিছু গ্রুপ ও আইডি থেকে ছড়িয়ে পড়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী মৃত্যু সংবাদটি সঠিক নয় এবং গুজব।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ফোন কলে বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কে বা কারা অনুসন্ধান ছাড়াই বিষয়টি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। আল্লামা আহমদ শফী হাসপাতালে আছেন এবং কিছুটা সুস্থ আছেন। আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল থেকে যেকোনো সময় তাকে ঢাকায় আনা হতে পারে বলেও জানান তিনি।

একই সাথে তিনি এ ধরনের গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার জোর অনুরোধ জানিয়েছেন। এবং অনুসন্ধান ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ করা থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। আল্লামা আহমদ শফীর ব্যাপারে যেকোনো বিষয়ে অবশ্যই হেফাজত বা হাটহাজারী মাদ্রাসার দপ্তর থেকে জানানো হবে। হেফাজতের অফিসিয়াল বিবৃতি অথবা হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল বিবৃতি ছাড়া আল্লামা আহমদ শফীর ব্যাপারে কোন কথা বিশ্বাস না করার জন্য সকলের কাছে অনুরোধ জানান তিনি।

তবে পাবলিক ভয়েসের অনুসন্ধানে দেখা গেছে “মুফতী আমির হামজা এন্ড মিজানুর রহমান আজহারী সমর্থক গোষ্ঠী” নামে একটি ফেসবুক গ্রুপ থেকে প্রথমে বিষয়টি প্রকাশ পায়। নাজমুল হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে বিষয়টি সেখানে প্রকাশ করা হয় এরপর দ্রুত গতিতে ততা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাবলিক ভয়েস-এর মেইল এবং ফেসবুক পেজে অনেকে বিষয়টি জানতে চান এবং তাদের বেশিরভাগই ওই গ্রুপের স্ক্রীনশট দিয়েছেন।

এই স্ক্রিনশটটি দিয়েই অনেকে বিষয়টা জানতে চেয়েছেন।

প্রসঙ্গত : আল্লামা শফী একদিন আগে শারিরিক কিছু দুর্বলতা ও বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী’র তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থতা অনুভব করছেন।

চিকিৎসকের বরাত দিয়ে মাওলানা আনাস মাদানী জানান, এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেয়া হচ্ছে। তিনি এখন স্বাভাবিক আছেন এবং তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আল্লামা শফীর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টে এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন।

মন্তব্য করুন