ভোলায় বাজারের টোল আদায় বন্ধ ঘোষণা করলেন পৌর মেয়র

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

ভোলা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে কাচা বাজার ব্যবসায়ীদের সকল ধরনের টোল আদায় বন্ধ করেছে ভোলা পৌরসভা।

রোববার দুপুরে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বাজার পরিদর্শন শেষে এ ঘোষণা দেন। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পৌরসভার কাচা বাজার, মুরগী বাজার, মাছ ও মাংসসহ সকল বাজারে টোল আদায় বন্ধ রাখার এ নির্দেশ দেয়া হয়।

এ সময় মেয়র সকল ব্যবসায়ীদের টোল না দেয়ার আহব্বান জানিয়ে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করার জন্য অনুরোধ করেন।

এ ব্যাপারে ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, করোনা ভাইরাসের কারনে ক্রেতা-বিক্রেতাদের জনসমাগম ঠেকাতে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে শনিবার থেকে ভোলা কাচাবাজারটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে।

করোনার সময়ে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন, সে বিষয়টি বিবেচনা করে কাঁচাবাজারের টোল মওকুফ করা হয়েছে। নিষেধ অমান্য করে যদি কেউ টোল আদায় করে তাহলে তাৎক্ষনিক আমাকে জানাতে বলা হয়েছে।

তিনি বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব নিশ্চিত করে কেনা-কাটা করতে বলা হয়েছে। এছাড়াও বাজারকে পরিস্কার-পরিচ্চন্ন রাখতে সকাল-বিকাল দুই বার ময়লা-আর্জনা পরিস্কার কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। খুব শিগ্রই পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

এদিকে ভোলা সদর আসনের সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদ এর সহযোগীতায় ভোলা পৌরসভার পক্ষ থেকে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও মধ্যবৃত্তদের জন্য গোপনে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। এছাড়াও পৌর এলাকায় জীবণুণাশক স্প্রে ছিটানো প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএস

মন্তব্য করুন