গোপালগঞ্জে ওসিসহ পুলিশের ৩৫ সদস্য কোয়ারেন্টিনে

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদসহ পুলিশের ৩৫ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে। একারণে শনিবার (১১ এপ্রিল) তাদেরকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান।

মো. আসলাম খান জানান, গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে নতুন জনবল পাঠিয়ে থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে পুরো থানা কম্পাউন্ডে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। তবে, ওসি মির্জা আবুল কালাম আজাদ হোম কোয়ারেন্টিনে থেকেই ওসি’র দায়িত্ব পালন করছেন।

তিনি আরো জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্য কনস্টেবল মহিউদ্দিন গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজেটিভ সনাক্ত হয়। বর্তমানে ঐ পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন