যুক্তরাষ্ট্রে করোনায় ছাতকের আরো একজনের মৃত্যু

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

মিলাদ হোসেন শুভ, ছাতক, সুনামগঞ্জ: মহামারী সংক্রামক ব্যাধি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন গিয়াস উদ্দিন নামের ছাতকের আরেকজন।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাসিন্দাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়াধন আলীর ছোট ভাই বলে জানা গেছে।

এর আগে গত বুধবার নিউইয়র্কের একটি হাসপাতালে হারুন উর রশীদ নামের ছাতকের এক মুক্তিযোদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত  ২৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৪২৪ জন। সর্বশেষ খবর অনুযায়ী আজ শুক্রবার বিগত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইইডিসিআর।

এছাড়া বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে শুক্রবার দুপুর পর্যন্ত মারা গেছেন ৯৫ হাজার ৮৪৩ জন, আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮১০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ১৫ জন।

/এসএস

মন্তব্য করুন