কসবায় শিক্ষার্থীদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনাভাইরাসের কারণে সংকটে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ‘এসএসসি ব্যাচ-১০’ এর শিক্ষার্থীবৃন্দ।

‘এসএসসি ব্যাচ-১০’ এর সৌজন্যে কসবা উপজেলার কায়েমপুর গ্রামের প্রায় ৭০টি অসচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু,লবন ও জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়।

জানা যায়, করোনা মোকাবিলায় দেশে লক ডাউনের সিদ্ধান্ত গ্রহণ করায় গ্রামের নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এরই পরিক্রমায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। এই হতদরিদ্র মানুষগুলোর কথা চিন্তা করেই কায়েমপুর গ্রামের ‘এসএসসি ব্যাচ-১০’ এর প্রায় বিশজন যুবক মিলে এ মহৎ কাজের উদ্যোগ নেয়।

ত্রাণ বিতরণকালে সেখানে জসিম, ইমরান, রবিউল, বিপ্লব, রিংকু,সাদি, জালাল, পারভেজ, মতিন, কামরুলসহ ‘এসএসসি ব্যাচ-১০’ এর আরো কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই দেশবিদেশে চাকুরিরত থাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত থাকতে পারেনি। তবে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।

এসময় উপস্থিত সবাই বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অসহায় মানুষগুলো খাদ্য সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়ে।

এ প্রসঙ্গে কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন ভূইয়া বলেন, আমরা এ গ্রামের সন্তান। এ গ্রামের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট লক ডাউনে আমাদের গ্রামের হতদরিদ্র পরিবারে মানুষগুলো অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। তাঁদের কষ্টের চিত্র নিজ চোখে দেখে আমরা ‘এসএসসি ব্যাচ-১০’ এর কিছু বন্ধু মিলে এ উদ্যোগ নিয়েছি। আশা করি, আমাদের ন্যায় গ্রামের বিত্তবানরাও তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

/এসএস

মন্তব্য করুন