নিজ নিজ মায়ের নামের জার্সি পরে মাঠে নামে মিরাজরা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

পাবলিক ভয়েস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের তৃতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচের জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছে টিম রাজশাহী। নিজেদের নাম লেখা জার্সি নয়, বরং নিজ নিজ মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছে মিরাজরা। ক্রিকেট মাঠে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পেয়ে আবেগে আচ্ছন্ন মিরাজ।

রাজশাহীর অধিনায়ক অভিনব উদ্যোগ নিয়ে বলেন, ‘এমন অভিনব কিছু করার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। মা, মানেই বিশেষ একটা অনুভূতি। সবার জন্যই স্পেশাল। আমরা ম্যাচটা জিতে আমাদের মায়ের প্রতি উৎসর্গ করতে চাই।’

 

মন্তব্য করুন