

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সেখানে পিসিআর ল্যাব চালু করা হয়। প্রথমদিন ১১৬টি নমুনা পরীক্ষা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ল্যাবটিতে প্রতিদিন দুই দফায় ৯৪ জন করে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। মাত্র ৪ ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফলাফল মিলবে।
এর আগে গত ৩০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পিসিআর মেশিনটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এটি স্থাপন করতে এক সপ্তাহ লেগেছে। এই ল্যাবে কাজ করার জন্য চারজন সহযোগী ও সহকারী অধ্যাপকসহ ৩১ জন টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে পিসিআর মেশিনটি বসানো হয়েছে। এখানে করোনা পরীক্ষার মূল চিকিৎসক হিসেবে কাজ করবেন সহকারী অধ্যাপক ডা. প্রেমানন্দ দাস।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বলেন, ল্যাবটিতে সিলেট বিভাগের চার জেলার রোগীদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। গত দেড় মাসে এ বিভাগে অন্তত ২৮ হাজার প্রবাসী দেশে এসেছেন।
এমএম/পাবলিকভয়েস