ভোলা প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলা প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার রাতে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অমিতাব অপুকে ফুলের তোড়া ও মালা পড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ ছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ ভিবিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সোমবার রাতে ভোলা প্রেসক্লাবের বর্ধিত সাধারণ সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে কন্ঠ ভোটে এ নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও আরটিভির জেলা প্রতিনিধি অমিতাভ অপুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিদায়ী আহ্বায়ক বিটিভি প্রতিনিধি এম আবু তাহের, আহ্বায়ক কমিটির সদস্য ও জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, প্রবীণ সাংবাদিক মোকতাদির বিল্লাহ বাচ্চু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, সকালের খবর প্রতিনিধি আতিকুর রহমান, ভোলা দর্পন সম্পাদক মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাসির লিটন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদি, গাজী টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন