
পাবলিক ভয়েস প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে কেবলমাত্র ফার্মেসি ছাড়া অন্য সব দোকান সন্ধার পর থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিএমপি।
গতকাল রাতে চট্টগ্রাম মহানগর এলাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ সোমবার (৬ এপ্রিল) থেকে এ আদেশ কার্যকর হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) রাতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞায় কাঁচাবাজার, মুদিদোকানসহ সব ধরনের দোকান রয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মহানগর এলাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। কাঁচাবাজার, মুদিদোকানসহ সব ধরনের দোকান বন্ধ থাকবে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসএস

