
শেরপুরের দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বাড়ি সদর উপজেলায়। অপরজনের বাড়ি শ্রীবরদী উপজেলায়। ময়মনসিংহ মেডিকেলে তাদের পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত ওই দুই নারীকে আইসোলেশনে নেয়া হয়েছে। এছাড়া ওই দুই স্থানের পুরো এলাকা লকডাউন করা হয়েছে।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস সন্দেহে শনিবার ওই দুই নারীর নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার রাত ৮টার দিকে ওই দুই নারীর দেহে করোনাভাইরাস পজিটিভ বলে রিপোর্ট আসে।
উল্লেখ্য, ঢাকার বাইরে মোট পাঁচটি ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা চালু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের পর দ্বিতীয় ধাপেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এ পরীক্ষা চালু হলো।
/এসএস

