
খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করা রিফাতের বাড়িতে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
আজ রবিবার (৫ এপ্রিল) বিকালে রিফাতদের বাড়িতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও খালিশপুর থানার নেতৃবৃন্দ। এসময় মৃত রিফাতের পরিবারকে শান্তনা দিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, এটা অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত ঘটনা। এই ধরণের ঘটনা কখনোই কাম্য নয়।
এসময় রিফাতের মা কুলসুম বেগম বলেন, ‘আমার ছেলেটারে নিয়া হাসপাতালে গেছি। বারবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠাইছে। চিকিৎসা করেনাই কোনো ডাক্তার। আল্লাহ আমার ছেলেটারে নিয়া গেছে। চিকিৎসা করলে মনডারে একটু বুঝাইতে পারতাম, বিনা চিকিৎসায় আমার ছেলেটা মারা গেলো’।
গত ৩১ মার্চ খুলনার বিহারী কলোনিতে বসবাসরত মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ রিফাত চারটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যু বরন করেন।
সংশ্লিষ্ট খবর: ৪ হাসপাতালের কেউই ভর্তি নেয়নি, মারা গেলেন রিফাত
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, খালিশপুর থানার সহ সভাপতি মোঃআবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকন্দ, ১২ নংওয়ার্ড সেক্রেটারী মোঃ শোয়াইবুর রহমান, মোঃ ইমাম হুসাইন, মোঃ জোবায়ের হোসেন, মোঃ ইমন হোসেন, মোঃ সোহেল রানা, মোঃইলিয়াছ হোসেন তারা সহ নেতৃবৃন্দ।
/এসএস

