কালবৈশাখী: পটুয়াখালীতে বজ্রপাতে একজন নিহত, লন্ডভন্ড বাড়িঘর

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ কাল-বৈশাখী ঝড় শুরু হয়। এসময় গোসল করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন জাহাঙ্গীর।

পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির পাশেই নদীদে গোসল করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। তখনই এই মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়েছেন মৃত্যুবরণ করেছেন তিনি। জাহাঙ্গীর সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নের খলিশাখালি গ্রামের বাসিন্দা।

এছাড়া ঝড়ের কবলে সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের ঢেউখালী গ্রামে দিনমজুর মোঃ নাসির উদ্দিনের বসত ঘর ও গোয়ালঘর সহ স্থানীয় আরো ৪টি বাড়ি লন্ডভন্ড হয়ে যায়।

নাসির উদ্দিন জানান, তার বসতঘরসহ গোয়ালঘর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে।  তার ভিটিতে তার ঘরের চিহ্নটুকু পাওয়া যায়নি।

/এসএস

মন্তব্য করুন