

কার হুকুমে?
মুফতি হেলাল উদ্দীন হাবিবী
কার হুকুমে সূর্যিমামা
হয় উদিত পূর্বাকাশে,
ভোর সকালে রোদ্র লুটোয়
শিশির ঝরা দুর্বাঘাসে।
কার হুকুমে সন্ধাসাঝে
অগ্নিসূরুজ যায় পালিয়ে,
তপ্ত আগুন এক নিমিশেই
খড়কুটো সব দেয় জ্বালিয়ে।
কার হুকুমে আকাশ থেকে
টাপুর টুপুর বৃষ্টি পড়ে,
দুঃখ ব্যথায় নয়ন থেকে
অঝোর ধারায় অশ্রু ঝরে।
কার হুকুমে বসন্তে ফের
কুহু কুহু কোকিল ডাকে,
চৈত্রমাসে উদার আপন
চর জাগে ঐ নদীর বাঁকে।
কার হুকুমে চাঁদনি রাতে
চাঁদ খোলে তার আলোর ডানা,
সে যে আমার ¯্রষ্টা মহান
এই পৃথিবীর সবার জানা।