ছাতকে একটি কলাগাছে ৫২টি মোচা!

ছাতক, সুনামগঞ্জ

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

মিলাদ হোসেন শুভ, ছাতক, (সুনামগঞ্জ) থেকে: কলাগাছে সাধরণত একটি মোছা বা থোরা হয়ে থাকে এবং তাতে একটি কলার ছড়া-ই হয়। কদাচিৎ একাধিক থোরা বা ছড়া দেখা যায়। কিন্তু একটি নয় দুটি নয় ৫২টি থোরা বের হওয়া বিস্ময়করই।

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের শরীষপুর গ্রামের বাসিন্দা আমির আলীর বাড়ীতে একটি কলাগাছে ৫২ টি মোচা বের হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্ময়করভাবে একটি কলাগাছে বের হওয়া ৫২ টি মোচা দেখতে ওই বাড়িতে উৎসুক মানুষজন ভিড় করছে। বাড়িওয়ালাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই এরকম লোকজন আসে এটি দেখতে।

আমির আলী বলেন, সাধারনত একটি কলাগাছে একটি মোচা ধরার কথা। কিন্তু ৫২টি মোছা ধার এ কলাগাছটি এক নজর দেখতে বাড়িতে ভিড় লেগেই আছে। প্রতিদিন দলে-দলে আসা মানুষদের ভিড় ঠেকাতে হিমশিম খাচ্ছি আমরা।

/এসএস

মন্তব্য করুন