

করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশব্যাপী চলমান সকল গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।
আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান ও তথ্য অফিসার মো. আবু নাছের সাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে কোন যাত্রী পরিবহণ করা যাবে না। কাউকে তেমন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে করোনা বিষয়ক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, তুলনামুলকভাবে করোনা রোগী বাড়ছে। অল্প কিছুদিনের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পরীক্ষা শুরু হবে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে টেস্ট বাড়ানোর চেষ্টা করছি ঘরে না থাকলে করোনার ঝুকি বাড়ছে তাই সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত চীনের উহান শহর থেকে ছড়ানো কোভিড-১৯ বা করোনাভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ১৯০ টি দেশে ছড়িয়েছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭০ জনে। মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২৬ জন।