নাটোরে কেএস ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় বর্তমান পরিস্থিতিতে নাটোরের লালপুর উপজেলায় বিধবা, অসহায় ও অস্বচ্ছলদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে কেএস ফাউন্ডেশন।

আজ ২রা এপ্রিল এলাকার বিভিন্ন স্থানে এই ত্রাণ সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সামাজিক জনসেবামূলক সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ)-এর উপস্থিতিতে এবং সার্বিক নির্দেশনায় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তৈল ও সাবান) বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, জামাত মন্ডল, বাংলাদেশ পুলিশের সদস্য মাহমুদুল হাসান (নয়ন), প্রথম আলো বন্ধু সভা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রকি, আব্দুল্লাহ, সাগর, মারুফ প্রমুখ ।

কেএস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ) বলেন, দেশ এখন অর্থনৈতিক ও সামাজিক সঙ্কটের চরম মুহুর্তে অবস্থান করছে। এসময় আমাদের নিজেদেরকে স্ব স্ব অবস্থান থেকে যেমন সচেতন থাকা জরুরী তেমনি জরুরী সমাজের দরিদ্র শ্রেণী-পেশার অস্বচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সাধ্যমত আন্তরিক দৃষ্টিভঙ্গিতে দাঁড়াতে পারি তবে আশা করা যায় যেকোন ধরনের পরিস্থিতিই সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন