
করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন সরঞ্জামাদি সংকটে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুনারুঘাট সদর হাসপাতালে করোনা পরিস্থিতি সংকট মোকাবেলায় হাত বাড়িয়েছেন তিনি।
আপদকালীন সময়ের জন্য তিনি সিলেটে ব্যবহৃত নিজের জীপ গাড়ী চুনারুঘাট সদর হাসপাতালে দিয়েছেন। শনিবার সন্ধায় হাসাপাতাল কর্তৃপক্ষকে নিজের জীপ গাড়িটি বুঝিয়ে দিয়েছেন। গাড়িটি চুনারুঘাট উপজেলা জুড়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি জানিয়েছেন।
পাবলিক ভয়েসকে ব্যারিস্টার সুমন বলেন, আমার ব্যক্তিগত লাল জীপ গাড়ীটি চুনারুঘাট সদর হাসপাতালে দিয়েছি। আপদকালীন সময়ে রোগী আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে। কারো প্রয়োজন হলে হাসপাতালে যোগাযোগ করতে হবে।
এছাড়াও আমি ঢাকায় যে গাড়ীটি ব্যবহার করি সেটিও চিকিৎসকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বলেছি। তারা বলেছেন যখন প্রয়োজন হবে তারা চেয়ে নিবেন।
শনিবার সকালে ব্যারিস্টার সুমন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি চিকিৎসকদের জন্য মাস্ক, গ্লাভস ও রেইনকোট প্রদান করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনি ফেসবুক লাইভে আসেন। লাইভে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি ২০টির মতো রেইনকোট সংগ্রহ করেছেন। সেগুলো তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দিয়েছেন।
এসময় সুমন বলেন, প্রায় ৮দিনের মাথায় প্রথম আমি বাসা থেকে বের হয়েছি। এটা আমার প্রয়োজনে বের হইনি, দেশের প্রয়োজনে বের হয়েছি। খবর পেয়েছি ডাক্তারদের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট নেই।
সরকার থেকে পাঠানো হচ্ছে এখনো ওইভাবে এসে পৌঁছেনি। এজন্য চিকিৎসকদের সাথে আলোচনা করে কিছু রেইনকোট সংগ্রহ করেছি। এই সময় রেইনকোটগুলিও প্রটেক্টিভ হিসেবে কাজ করে। এসময় তিনি (ঢাকায়) নিজের ব্যবহৃত গাড়িটিও প্রয়োজন হলে স্বাস্থ্য কমপ্লেক্সে দিবেন বলে ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন।
সুমন বলেন, লকডাউনের কারণে আমার গাড়ীটা কোনো কাজে লাগছে না। ডাক্তারদের বলেছি, উনারা বলেছেন এখন গাড়ী লাগবে না তবে যখনই লাগুক গাড়ীটি আমি দিয়ে দিতে চাই। যখন লাগবে উনারা নিতে পারবেন, কারণ আমার গাড়ীটি তো এখন বসেই আছে। আমি আহ্বান করবো স্থানীয় যাদের গাড়ী আছে আপনারও প্রয়োজন হলে গাড়ী দিতে পারেন ডাক্তারদের কাজের জন্য।
এসময় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক/কর্মকর্তা মুমিন ও মোজাম্মেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘স্বাস্থ্যমন্ত্রী নিজেই কি করোনা ভাইরাস ছড়াচ্ছেন’: প্রশ্ন ব্যারিস্টার সুমনের
কিস্তি নয়, মানুষকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করুন: ব্যারিস্টার সুমন
আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালে ব্যারিস্টার সুমনের পদত্যাগত্র গ্রহণ
‘মৃত্যুর ভয়ে অমানুষ মানুষ হলেও আমতলীর ওসির মতো কিছু লোক থেকে যায়’
/এসএস/পাবলিকভয়েস/

