যশোরের সেই নারী এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহারের পর তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর:
অ্যাসিল্যান্ড সাইয়েমা হাসানের অমানবিক আচরণ, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ইউসুফ হারুন বলেন, অফিস খোলার পর এ ঘটনার তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া করোনা প্রাদুর্ভাবের সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকে সরকারি আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

/এসএস

মন্তব্য করুন