‘মৃত্যুর ভয়ে অমানুষ মানুষ হলেও আমতলীর ওসির মতো কিছু লোক থেকে যায়’

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০
নিজ বাড়িতে লাইভে ব্যারিস্টার সুমন

‘মৃত্যুর ভয় অমানুষকে মানুষ বানিয়ে দিলেও কিছু পুলিশ সদস্য মানুষ হয় না’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবি ও সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন বলেছেন, মৃত্যুর ভয় নাকি অমানুষকেও মানুষ বানিয়ে দেয়। সারা পৃথিবীব্যাপী করোনাভাইরাসের মৃত্যুর ভয় কিছুটা হলেও মানুষ বানিয়ে দেয়। কিন্তু কিছু পুলিশ সদস্য মনে হয় এরকম মৃত্যুর ভয়েও মানুষ হবেন না।

বরগুনার আমতলী থানার ঘটনা দেখলাম ফেসবুকে। সানু হাওলাদারের ঝুলন্ত লাশ। আমতলীয় থানার ওসি বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সানু হাওলাদের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চেয়েছে। ৩ লক্ষ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, করোনার এই মৃত্যু আতঙ্কের মধ্যে আমার কাছে মনে হয় এইসব মানুষের কারণে করোনা আমাদের মাফ করবে না। আবার তাও মনে হয় যে কিছু মানুষ যারা এই ধরণের অপরাধ করেন, যারা এই ধরণের অমানুষ তাদেরকে যদি করোনা নিয়েও যায় তাতে যদি আমার নামও থাকে আমিও চলে যেতে চাই। তাতেও যদি বাংলাদেশটা মুক্তি পায়।

আরো পড়ুন:
কিস্তি নয়, মানুষকে চাল-ডাল দিয়ে সহযোগিতা করুন: ব্যারিস্টার সুমন

আমার আশ্চার্য লাগে একজন ওসি এতো ক্ষমতা পেতো না যদি যারা নেতা আছেন তাদের ছত্রছায়া না পেতেন। বরগুনার যারা নেতা আছেন আমার বিশ্বাস আপনাদেরও কনট্রিবিউশন আছে এই ঘটনায়। নিশ্চয়ই আপনারাও কোনো না কোনো সুবিধা পাচ্ছেন এই ওসির কাছ থেকে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়া না থাকলে ওসি এতো বড় সাহস পায় না।

ওসির রুমে হত্যা বাদ-ই দেন। নির্যান বাদ দেন। একটা মানুষ সুইসাইড করার সুযোগই বা পায় কী করে? লকডাউনের কারণে বাসায় বসে আছি। নইলে হাইকোর্ট-সুপ্রিমকোর্ট সব জায়গায় এটা নিয়ে যেতাম। আমি সরকারের প্রতি অনুরোধ করবো, কুড়িগ্রামের ডিসিকে যেভাবে পানিশমেন্ট দিয়েছেন বরগুনার ওসির ব্যাপারেও সামান্যতম ছাড় দিবেন না।

ব্যারিস্টার সুমন বলেন, সারাদেশে এইরকম পরিস্থিতিতে পুলিশ যেভাবে সেবা দিয়ে যাচ্ছে মানুষের এরকম পরিস্থিতিতে এমন কাজ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এটাও পড়ুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালে ব্যারিস্টার সুমনের পদত্যাগত্র গ্রহণ

আলোচিত ওই ওসিকে উদ্দেশ্যে করে সুমন বলেন, করোনাভাইরাসের মুখোমুখি হয়ে নিজেদের জানের কথা চিন্তা না করে পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা যেভাবে সাধারাণ মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেখানে আপনি সামান্য কিছু টাকার জন্য এই কাজটা করলেন কীভাবে আপনার তো এটা চিন্তা করা উচিত ছিলো!

প্রসঙ্গ, বরগুনার আমতলীয় থানায় পুলিশ কাস্টডিতে সানু হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। থানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারে অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন