সাজেকে হাম’র হানা, আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
পাহাড়ের কোলে বাঙালি বাড়ি উপভোগ

রাঙ্গামাটিতে হাম রোগে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সেখানে গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, সপ্তাহখানেক ধরে সাজেকের সীমান্তবর্তী ওই এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার মধ্যরাতে একজনসহ এখন পর্যন্ত সেখানে ছয় শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত আছে আরো শতাধিক।

তিনি আরো বলেন, পাহাড়ী দুর্গম এলাকা হওয়ায় সেখান থেকে সঠিক সময়ে তথ্য পেতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁঁছে দিতে সমস্যা হচ্ছে। তবে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় সেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীদের পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা বলেন, ৭ নং সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী তিনটি গ্রামে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গ্রাম তিনটি হলো- নিউথাংপাড়া, অরুণপাড়া এবং হাইচপাড়া।

এর আগে গত বৃহস্পতিবার রাঙ্গামাটির সিভিল সার্জন জানান, গত এক সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে সাজেকের সীমান্তবর্তী তিনটি গ্রামে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

এমএম/

মন্তব্য করুন