

করোনাভাইরাসের বিস্তার রোধ করেতে খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আজ সোমবার (২৩ মার্চ) জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২৫ মার্চ ভোর ছয়টা থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।
এ বিষয়ে তিনি জানান, ইতিমধ্যে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু করবে।
এর আগে ১৯ মার্চ, বৃহস্পতিবার বিকেল ৪টার থেকে রাজশাহী বিভাগের সঙ্গে সব বিভাগের দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা এই সিন্ধান্ত নেয়।
এতে করে রাজশাহীর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সড়ক পথ যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করবে বলেও নেতারা জানান।
এমএম/