দোকান থেকে টিভি অপসারণ ও গান-বাজনা বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে ২৭টি পশুহাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশ দিয়ে শহরে মাইকিং করা হয়েছে।

এদিকে জেলায় নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশফেরত রয়েছে ৬৬ জন। এ নিয়ে জেলায় কোয়ারেন্টাইনে রাখা হলো ৫৫৩ জনকে।

অপর দিকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে ২১৮ জনকে অনুমতি দেয়া হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সরোজ কুমার নাথ জানান, সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই চায়ের দোকানে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমএম/

মন্তব্য করুন