এবার কুয়াকাটায় মানবতার দেয়াল; তরুণদের উদ্যোগ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট:  সারাদেশে ছড়িয়ে পড়া ‘মানবতার দেয়াল’ এবার জায়গা করে নিয়েছে প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘সাগরকণ্যা’ খ্যাত কুয়াকাটায়। কুয়াটার তরুণদের উদ্যোগে এই মহত আয়োজন আলোর মুখ দেখেছে।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রাখাইন মহিলা মার্কেটের দিকে একটু যেতেই কুয়াকাটা প্রেসক্লাব। প্রেসক্লাবের দেয়াল ঘেষেই এই মানবতার দেয়াল।

দেয়ালে মোটা অক্ষরে লেখা রয়েছে – “মানবতার দেয়াল”
দেয়ালের ডান দিকে লেখা রয়েছে – আপনার প্রয়োজনীয় জিনিস পত্র এখান থেকে নিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে – আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিস পত্র এখানে রেখে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছুদিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। সারাদেশেই টুকটাক ছড়িয়ে পড়েছে। কুয়াকাটায় এই।

দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো ব্যাগের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল।

এই মানবতার কাজের উদ্যোক্তা কুয়াকাটার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব।
২০১২ সালে স্থাপিত এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহীম ওয়াহীদ এর প্রচেষ্টায় উক্ত ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) এই দেয়াল দেয়া হয়।

উক্ত দেয়ালে প্রাথমিক পোশাক দিয়ে সহযোগিতায় অন্যতম ছিলেন হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপক পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ রাসেল খান এবং হোটেল আল-বেল্লাল এর ব্যবস্থাপনা পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুম আল-বেলালসহ আরো অনেকে।

তরুণদের উদ্যোগে এই মানবতার দেয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র ও ক্লাব উপদেষ্টা মোঃ শাহ আলম হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুসার, বর্তমান সাধারন সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি সহিদ দেওয়ানসহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উদ্ভোধন শেষে তরুণ ক্লাবের পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধ মহিলার হাতে পোষাক তুলে দিয়ে কার্যক্রম এর যাত্রা শুরু হয়।

জানা যায় প্রথমে ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। এরপর কাশ্মীরেও এটা ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের বিভিন্ন স্থানেই এই মানবতার দেয়াল দেখা যায়।

মন্তব্য করুন