
খুলনায় করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাব-৬ এর একটি টিম তাকে গ্রেফতার করে। তিনি খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট, তিনটি সিমকার্ড, ১টি মেমোরিকার্ড এবং দুটি গুজব ছড়ানো স্ক্রিনশট উদ্ধার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন মেরাজ। গেফতারের পর তাকে খালিশপুর থানায় হস্তান্তরের করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত ১৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১জন মারা গেছে। করোনাভাইরাসের কারণে সর্বশেষ গতকাল কঠোরবার্তা জারি করা হয়েছে বাংলাদেশে। গতকাল (বৃহস্পতিবার) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ নিয়ে সংবাদ সম্মেলন করেন। মাদারীপুর শরীয়তপুরসহ বেশ কিছু অঞ্চল লক ডাউন করার হবে বলে জানিয়েছেন তিনি।
/এসএস

