

বর্তমান বিশ্বে মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস কেন এলো এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ থেকে ওয়াজ বন্ধ করে মালয়েশিয়া চলে যাওয়া আলোচিত বক্তা মিজানুর রহমান আযহারী।
আযহারী বলেছেন, বর্তমান বিশ্বে করোনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। গোটা বিশ্ববাসী এখন আতঙ্কিত। এটি এখন মহামারীতে রূপ নিয়েছে। তিনি বলেন, এটি সাধারণ কোনো মহামারী নয়, এটি ভয়ঙ্কর একটি মহামারী, যা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
এই ভাইরাস কেন মহামারী আকার ধারণ করল সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে আযহারী বলেন, সুরা রোমে আল্লাহ বলেছেন– ‘জলে-স্থলে যে দুর্যোগ, বিপর্যয় মহামারী ধেয়ে আসছে তা তোমাদের হাতের কামাই।’
আযহারী বলেন, করোনা আমাদের উপার্জিত, পাপের ফসল। আমরা যদি নাফরমানি ছেড়ে দিই এক আল্লাহর ইবাদতে মগ্ন হতাম, আল্লাহর দেয়া বিধিবিধান, শরিয়ার নিয়মকানুন ও ইসলামকে যদি মেনে চলতাম তা হলে এই আজাব, গজব, বিপর্যয় মহামারী আক্রমণ করত না।
তিনি বলেন, সুরা রোম থেকেই বোঝা যাচ্ছে– এগুলো আমাদের পাপের ফসল। আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের পাপের কারণেই আল্লাহ মাঝেমধ্যে দুর্যোগ মহামারী দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন।
আযহারী বলেন, যখন কোনো সমাজে অশ্লীলতা, নগ্নতা ছড়িয়ে পড়ে এবং এগুলো সহজলভ্য হয়ে যায়, মানুষ যখন এগুলো প্রচার-প্রসার করতে একটু দ্বিধাবোধ করে না; তখন আল্লাহ ওই সমাজে মহামারী পাঠান, আজাব পাঠান।
তিনি বলেন, গোটা বিশ্বে অশ্লীলতা, ন্যুডিজমে ছেয়ে গেছে। পত্রপত্রিকা ম্যাগাজিনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে অশ্লীল ছবি, ভিডিও, নারী-পুরুষের অশ্লীল দৃশ্য এখন খুবই সহজলভ্য। ইন্টারনেট, ইউটিউবের কারণে এগুলোর অ্যাকসেস পেয়ে যাচ্ছে। ফলে গোটা বিশ্ব এখন অশ্লীলতায় সয়লাব।
তিনি বলেন, অনেক সময় এসব দুর্যোগ বা মহামারী আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠান। মহামারীর মধ্যে কে ধৈর্য ধারণ করল, কে ইমানহারা হলো না, কে ইমানের পথে অবিচল থাকতে পারল-এসব দেখার জন্য আল্লাহ মাঝেমধ্যে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন– ‘অবশ্যই আমি তোমাদের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে প্রাণনাশ ও সম্পদ নাশের আশঙ্কায় তোমাদের পরীক্ষা করব।’
তিনি আরও বলেন, গোটা বিশ্বটাই একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই জীবন-মৃত্যুর ধারাবাহিকতায় কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে তা আল্লাহ দেখতে চান। সুরা মুলকে আল্লাহ বলেছেন, কে তোমাদের ভালো কাজ সম্পাদন করে আর কে খারাপ কাজ করে তা তিনি দেখতে চান। এ জন্য আল্লাহ পরীক্ষা হিসেবে দুর্যোগ মহামারী পৃথিবীতে পাঠান। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ আজাব হিসেবেও পৃথিবীতে এই মহামারী পাঠান। পূর্ববর্তী অনেক জাতির ওপর এ রকম আজাব পাঠিয়েছেন আল্লাহ।
তিনি আহবান রেখে বলেন, ‘আমরা যেন নাফরমানি ছেড়ে দিই, আল্লাহর পথে ফিরে আসি, সে জন্য আল্লাহ রিমাইন্ড হিসেবে আজাব পাঠান।’ সহিহ মুসলিমের একটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর রাসুল বলেছেন– এই মহামারী এক ধরনের আজাব। যেটা পূর্ববর্তী অনেক জাতির ওপর চাপিয়েছেন। বিশেষ করে এখানে বনি ইসরাইল জাতির প্রতি বলা হয়েছে।
আযহারী বিষয়ক অন্যান্য সংবাদ :
মালয়েশিয়ায় আযহারীর মাহফিল : প্রবাসীদের ব্যাপক উপস্থিতি
আযহারীর মালয়েশিয়া যেতে বাধ্য হওয়ার দায় জামায়াতকেই নিতে হবে
জনপ্রিয়তা নয় আযহারীর মাসয়ালাগত ভুল বর্ণনাই বিরোধীতার কারণ : মুফতী মিছবাহ
মুহতারাম আযহারী : একটি কেনর উত্তর খুঁজে বের করুন
‘আযহারী জামায়াতের প্রোডাক্ট, কোরআন-হাদীসের নামে আজেবাজে কথা বলে’ : ধর্ম প্রতিমন্ত্রী
আমি কোনও দলের এজেন্ট বা প্রোডাক্ট নই: আজহারী
আমাকে জড়িয়ে কাউকে গালীগালাজ করবেন না : আযহারী
আজহারী ইস্যুত ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণ চায় মালয়েশিয়া প্রবাসীরা
আমি কোনও দলের এজেন্ট বা প্রোডাক্ট নই: আজহারী
মিজানুর রহমান আজহারী ও তারেক মুনাওয়ারের মাহফিল বিষয়ে সংসদে আলোচনা
ইসলামের ভুল ব্যাখ্যার অভিযোগে সিলেটে নিষিদ্ধ আজহারী
চাঁদপুরে বন্ধ হলো আজহারীর মাহফিল