
এম. ওমর ফারুক আজাদ : চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মার্কেটের ওয়ার্ল্ড কুজিন নামে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল হোসেন সিভয়েসকে বলেন, স্টেডিয়াম মার্কেটে আগুনের খবর শুনে চন্দপুরা ও নন্দকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির ও উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।

