করোনার প্রভাবে ‘মারকাযুত তাকওয়ার সম্মেলন’ স্থগিত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

রাজধানী ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভার গেইট সংলগ্ন অবস্থিত ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-র ষষ্ঠ বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলন আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনা ভাইরাস সংক্রামণের প্রকোপ থেকে প্রতিরক্ষা এবং সারাদেশে নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার আওতায় এই মহাসম্মেলনটি স্থগিত করা হয়েছে। গতকাল মারকাযের পরিচালক পাবলিক ভয়েসককে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলন স্থগিত করার বিষয়ে মারকাযুত তাকওয়ার মহাপরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ বলেন, দেশ বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে মারকাযুত তাকওয়ার জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস প্রতিরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি নির্দেশমতে আমরা আমাদের সম্মেলন স্থগিত করেছি।

যদিও এতে আমাদের অপুরনীয় ক্ষতি হচ্ছে তারপরও বৈশ্বিক মহামারী হিসেবে রূপান্তরিত হওয়া করোনা ভাইরাস প্রতিরক্ষায় এমন গণজমায়েতমূলক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

প্রসঙ্গত : প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার-এর মহাসম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও উপস্থিত থাকার কথা ছিলো দেশের প্রথিতযশা ওলামায়ে কেরামগণ। সম্মেলনের সভাপতি হিসেবে থাকার কথা ছিলো চট্টগ্রামের জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব। প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জানিয়েছিলেন মজলিসে দাওয়াতুল হকের আমীর, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও আখেরী মুনাজাত পরিচালনা ও সর্বশেষ বয়ান করার কথা ছিলো গবেষক আলেম, নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। সম্মেলনে মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি হাবিবুর রহমান মিছহবার ইমামতিতে জুমার নামাজ আদায় করা এবং তিনিই জুমার আলোচনা করার কথা ছিলো।

ওলামায়ে কেরামদের মধ্যে আলোচক হিসাবে আরও যারা উপস্থিত থাকার কথা ছিলো তারা হলেন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসাইন,। বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা খুরশিদ আলম কাসেমী। মাওলানা ইয়াহিয়া মাহমুদ। বরিশাল মাহমুদিয়া মাদরাসা উস্তাদ ও বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মুফতি রফিকুল ইসলাম, তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা মুফতী মাহফুজুর রহমান জাবের কুয়াকাটাসহ বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ঢাকা সিটি কর্পোরেশন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার-এর সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ : 

হিফজ ছাত্রদের জন্য মারকাযুত তাকওয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ

মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ভর্তি সংক্রান্ত তথ্য

মারকাযুত তাকওয়া ঢাকার ইসলামী মহাসম্মেলন আগামী ২০ মার্চ

মন্তব্য করুন