

ইক্বরা নূরাণী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল মাদরাসা বন্ধ থাকবে।
বোর্ড-এর চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ ঘোষণা দেয়া হয়। নোটিশে বলা হয়, করোনাভাইরাসের কারণে বাংলাদেশ সরকার এর সিদ্ধান্ত মোতাবেক ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ইক্বরা নূরাণী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম পাবলিক ভয়েসকে জানান, ঘোষিত তারিখ পর্যন্ত ইক্বরা বোর্ডের ক্লাস, পরীক্ষা, প্রশিক্ষণ এর যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়াী বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর বিস্তৃতি প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ইক্বরা নূরাণী তালিমুল কুরআন বোর্ড এর অধিনে সারাদেশে ৪ হাজারেরও বেশি রয়েছে। মাদরাসাগুলোর প্রাথমিক ও প্রি-প্রাথমিক শিক্ষাকার্যক্রম বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত বোর্ডের সদর দফতর টাঙ্গাইলে অবস্থিত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর পিএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাবি, খুবি, ববিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
এরপর আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর জরুরি বৈঠক শেষে হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা যথাসময়ে হবে জানিয়ে তার আগ পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। এরপর দুপুর ২টায় বেফাক এর পক্ষ থেকেও ক্লাস বন্ধ ও পরীক্ষা গ্রহণের কথা জানিয়ে ৩দফা সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট খবর: ‘বন্ধ থাকবে ক্লাস, যথা সময়ে হবে বেফাক-হাইয়ার পরীক্ষা’
/এসএস