

কওমি মাদ্রাসা সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলিয়া এবং বেফাকের সাথে মিল রেখে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম বিষয়ে সতর্কতামূলক চারটি পৃথক পৃথক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ নুরুল করিম এর নির্দেশে উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি বৈঠকে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের সচিব এম শামসুদ্দোহা তালুকদার স্বাক্ষরিত মিডিয়ায় প্রেরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তসমূহ জানানো হয়।
সিদ্ধান্ত সমূহ :
১. বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা সমূহের ক্লাস আগামী ১৮/০৩/২০২০ ইং তারিখ হইতে ৩১/০৩/২০২০ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
২. শাখা প্রতিষ্ঠানগুলোয় পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে।
৩. বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অফিস যথানিয়মে চলবে।
৪. বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিদর্শকগণ সদর দপ্তর চরমোনাইতে অবস্থান করবেন।
এই সভা থেকে করোনাভাইরাস জাতীয় যাবতীয় বালা-মুসিবত থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া ইস্তেগফার করার জন্য অনুরোধ করা হয়।
প্রসঙ্গত : বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ মুজাহিদ কমিটি পরিচালিত একটি স্বতন্ত্র শিক্ষাবোর্ড। সারাদেশে কয়েক হাজার মাদরাসা পরিচালনা করে থাকে এই বোর্ড। জেনারেল ও কওমী শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই বোর্ডের অধিনে প্রায় ৩০ এর অধিক দাওরায়ে হাদিস মাদরাসা রয়েছে। যারা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিনে থেকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধিনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও সারাদেশে ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদরাসা প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে তারা।
আরও পড়ুন : ‘বন্ধ থাকবে ক্লাস, যথা সময়ে হবে বেফাক-হাইয়ার পরীক্ষা’