

ঢাকার যাত্রাবাড়ী জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের দস্তারে ফজীলত ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ শনিবার বেলা ১১টা থেকে মাদরাসা অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জামেয়ার মুহতামিম মুফতী ওযায়ের আমীন-এর সভাপতিত্বে ও মুফতী হাফিজ আহমদ আমিনী-এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা গোলাম মোস্তফা।
আরো উপস্থিত ছিলেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক আবদুল জলিল, মুফতী মাহমুদ হাসান, মাওলানা লুৎফুর রহমান মাদানী, মুফতী ইউসুফ মুহাম্মদ, মুফতি আমিনুল ইসলাম তৈয়বী কাসেমী, মুফতী আইনুদ্দীন কাসেমী, মুফতী মুঈনুদ্দীন কাসেমী, মুফতী আমীনুল ইসলাম ও মাওলানা মাকসুদুল হাসান প্রমুখ।
১ম পর্ব বেলা ১১টা থেকে প্রাক্তন পূনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২য় পর্ব বাদ জোহর জামেয়ার আজীবন দাতা সদস্যদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩য় পর্ব বাদ আসর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ৪র্থ পর্ব বাদ এশা খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জামেয়ার কিতাব বিভাগের ছাত্ররা হিফজুল কুতুব ওয়ান নুসূস শিরোনামে দরসে নেজামীর পাঠ্যতালিকাভুক্ত বিভিন্ন মূল কিতাব মুখস্থ শোনানোর এক মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন। এ অনুষ্ঠান দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধের মতো বিমোহিত করে।
এবছর ৪২জন সম্মাননা পাগড়ী গ্রহণ করেন। দাওরায়ে হাদীসের ১৩জন, দারুল ইফতা-২১জন, হিফজ বিভাগ থেকে ৮জন সর্বমোট ৪২জন শিক্ষা সমাপনী ছাত্র সম্মাননা পাগড়ী গ্রহণ করেছেন।
/এসএস