ভোলায় নিখোঁজের ৪ দিন পর নদী থেকে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বেড়ীবাঁধের কাজের বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের ৪দিন পর মো. হৃদয় (২১) নামের এক শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার উপজেলার রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মো. আলতু মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার বেড়ীবাঁধের ১২ নং সাইডের কাজ করতে জাহাজ থেকে বালি তোলার সময় তীব্র জোয়ারের চাপে জাহাজ শ্রমিক মো. হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। রবিবার মেঘন নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন