বেগুনবাড়ি মাদরাসার ছাত্র নিহতের ঘটনায় বাবুনগরীর শোক, পাশে আন্দোলন মহাসচিব

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

সিরাজগঞ্জের নলকায় শনিবার দিবাগত রাতে তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া মাদরাসার একটি বাস ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ৪ জন নিহত অর্ধশতাধিক ছাত্র হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ১৫ ই মার্চ রবিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন,তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্রদের সড়ক দুর্ঘটনায় নিহত ও হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অপরদিকে বেগুনবাড়ি মাদরাসা আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদসহ একটি প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল হাসপাতালে আহত ছাত্রদের খোজ খবর নিতে যান। প্রতিনিধি দলে থাকা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিলসহ নেতৃবৃন্দ আহত ছাত্র ভাইদেরকে সান্তনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।

গত ক’দিন সেবামূলক কাজে বের হয়ে সড়ক দুর্ঘটনায় হাফেজ্জী হুজুর রহ.সেবা সংস্থার সদস্য ও যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র মুহাম্মদ আশিকুর রহমান নিহত ও অন্যান্য সদস্য হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন আল্লামা বাবুনগরী।

যাত্রাপথে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, চালকদের অসাবধানতা, অদক্ষতা ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এ ছাড়াও রাস্তায় পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহনের চলাচল, প্রতিযোগিতা মূলকভাবে গাড়ি চালানো এবং ওভারটেকিং সড়ক দুর্ঘটনার জন্য অনেক বেশি দায়ী।

সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতার অভাব,সড়ক বিষয়ক আইন প্রয়োগ এবং বাস্তবায়ন যথাযথ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করা সহ বিকল্প যানবাহনের সুবিধা পর্যাপ্ত না থাকা,ওভারব্রিজের স্বল্পতা,সড়কের এবং ফুটপাতের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে একটি জাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে।

আল্লামা বাবুনগরী বলেন, দৈনিক খবরের পাতা উল্টালেই সড়ক দুর্ঘটনায় হতাহতের মর্মান্তিক চিত্র চোখে পড়ে। নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং যাত্রীকল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী, সড়কে মৃত্যু বেড়েছে। সমিতির হিসাবে ২০১৯ সালে পাঁচ হাজার ৫১৬ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার ৮৫৫ জন। আহত হয়েছেন ১৩ হাজার ৩৩০। ২০১৮ সালের তুলনায় গত বছর সড়কে প্রাণহানি বেড়েছে ৮ দশমিক শূন্য সাত শতাংশ। তাই সড়ক দুর্ঘটনা রোধে সরকার,সড়ক ও জনপথ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে কার্যকরী পদক্ষেপ প্রহণ করতে হবে।

আল্লামা বাবুনগরী আরো বলেন,ইসলামী শরিয়ত মতে, সফরের যেসব ‘আদব’ বা করণীয় শিষ্টাচার রয়েছে, সেসব মতে চলাফেরা করলে দুর্ঘটনা থেকে অনেকাংশে নিরাপদ থাকা যায়। হাদিস শরিফে এসেছে, যখন তুমি ঘর থেকে বের হবে, তখন দুই রাকাত নামাজ পড়বে। সেই নামাজ তোমাকে ঘরের বাইরের বিপদ-আপদ থেকে হেফাজত করবে। তাই যাত্রাপথে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। সফরে দুআ দরূদ পড়তে থাকুন। গান-বাজনা, বেপর্দা ইত্যাদি গুনাহ থেকে বেচে থাকুন। গুনাহের কারণে অনেকটা আযাব আসে।

এ ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করন সহ স্থানীয় জেলা প্রশাসন,ওলামায়ে কেরাম ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার এবং সামর্থ অনুযায়ী সহযোগীতা নিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

প্রসঙ্গত : রাজধানী ঢাকার তেঁজগাও থানার উত্তর বেগুনবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া বেগুনবাড়ি মাদরাসার ছাত্রদের বহনকারী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে। নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকার কোনাবাড়ি এলাকায় গতরাত দুটোয় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাদরাসার মুহতামিম জানান, নাটোরে একটি ইসলামি মহাসম্মেলনে যোগ দেওয়া জন্য ৩ জন শিক্ষকসহ প্রায় ৫০ জন ছাত্র একটি বাস রিজার্ভ করে শনিবার সকালে সফরে বের হয়েছিলেন। সম্মেলন শেষে তারা যখন ফিরছিলেন সিরাজগঞ্জ সদরের পাশে নলকা নামক জায়গায় রাত ২টার দিকে তাদের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অত্যন্ত ভয়াবহ ছিল সে দুর্ঘটনা। যাত্রীদের কেউ মারাত্মকভাবে আহত হওয়া থেকে রক্ষা পাননি।

মন্তব্য করুন