

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিরাজগঞ্জের মাওলানা মঞ্জুরুল ইসলাম পাবলিক ভয়েস কে বলেন, দুর্ঘটনার পরে আমি নিজে স্পটে উপস্থিত হয়েছিলাম। রাত আনুমানিক তিনটার দিকে আমি সিরাজগঞ্জে হয়ে ঢাকা ফিরতে গিয়ে এই দুর্ঘটনা দেখি। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আমি সহ স্থানীয় আরো অনেকে মিলে একটি পিকআপ ভ্যানে করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে জানতে পারি এরা সকলে একটি কওমী মাদরাসার ছাত্র।
এদিকে নিহতদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে দাফন এবং জানাজার ব্যবস্থা করা হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল আওয়াল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ছাত্রের লাশ এখন সিরাজগঞ্জে। ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাবেন। সেখানেই তাদের জানাজার নামাজ ও দাফনের ব্যবস্থা করা হবে। নিহত এক ছাত্রের বাড়ি ময়মনসিংহে, এক ছাত্রের বাড়ি নেত্রকোনায়, আরেকজনের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে তাইসীর জামাআতের ১ জন, হিদায়াতুন্নার ১ জন, এবং জালালাইনের ১ জন বলে জানা গেছে।
মাদরাসার মুহতামিম জানান, নাটোরে একটি ইসলামি মহাসম্মেলনে যোগ দেওয়া জন্য ৩ জন শিক্ষকসহ প্রায় ৫০ জন ছাত্র একটি বাস রিজার্ভ করে শনিবার সকালে সফরে বের হয়েছিলেন। সম্মেলন শেষে তারা যখন ফিরছিলেন সিরাজগঞ্জ সদরের পাশে নলকা নামক জায়গায় রাত ২টার দিকে তাদের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অত্যন্ত ভয়াবহ ছিল সে দুর্ঘটনা। যাত্রীদের কেউ মারাত্মকভাবে আহত হওয়া থেকে রক্ষা পাননি।
ভয়াবহ এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পরতেই সিরাজগঞ্জের জেলা শীর্ষ উলামায়ে কেরামগণ সহ সাধারণ মানুষ হাসপাতালে ছুটে আসেন। তাদের তৎপরতায় জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এখন পর্যন্ত বারোটি এম্বুলেন্সে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে চারজনের অবস্থা খুবই আশংকাজনক। কয়েকজনকে পঙ্গু হাসপাতালেও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত : রাজধানী ঢাকার তেঁজগাও থানার উত্তর বেগুনবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া বেগুনবাড়ি মাদরাসার ছাত্রদের বহনকারী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে। নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকার কোনাবাড়ি এলাকায় গতরাত দুটোয় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।