চাঁদপুরে বিদেশফেরত ৬৪৮ জন হোম কোয়ারেন্টাইনে!

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানার জন্য চাঁদপুরে ৬৪৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে ১৪দিন বাড়িতে একা একা বসবাস করার নির্দেশনা দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি জানান, পুলিশ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১২ র্মাচ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬৪৮ জন প্রবাসী। বিদেশ থেকে আসা এসব প্রবাসীর তালিকাও এসেছে চাঁদপুর জেলা প্রশাসকের হাতে।

এসব প্রবাসীদের প্রত্যেককে কমপক্ষে ১৪ দিন বাড়িতে একা একা থাকতে ও কোথাও ঘোরাফেরা না করতে পরামর্শ দেয়া হয়েছে। তবে বিষয়টি এমন নয় যে তাদেরকে গৃহবন্দি করে ফেলা হয়েছে।

জেলা প্রশাসনে আসা অনুযায়ী, এসব প্রবাসীর বেশিরভাগই সৌদি আরব, দুবাই, লেবানন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও ইতালি থেকে। বাকিরা এসেছেন লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকা থেকে এসেছেন বলে তিনি জানান।

এ তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, করোনাভাইরাসে প্রাদুর্ভাবে আক্রান্ত দেশগুলো থেকে আসা প্রবাসীদের জরুরিভিত্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি । এ সংখ্যাটি অনেক। আমরা ও জেলা প্রশাসন এ বিষয়ে বেশ সজাগ রয়েছি। নিয়মিত তথ্য সংগ্রহ করছি।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির শেষ দিক থেকে দেশে ফেরা প্রবাসীদের সর্দি-জ্বর দেখা দিলেই যেন আমাদের সাথে যোগাযোগ করে সে বার্তা পৌঁছে দিতে চাই আমরা।

/এসএস

মন্তব্য করুন