একই স্থানে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার বাজিতপুর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিরিজপুর এলাকার নিধু মিয়ার ছেলে নুর আলম (১৭), একই এলাকার হাবিব মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (১৭) ও সদর উপজেলার মতলবপুর এলাকার কালাম মিয়ার ছেলে নয়ন মিয়া (১৯)। তারা তিনজনই একে অপরের বন্ধু ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিনজন একটি মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

পরে খবর পেয়ে বাজিতপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেলটিকে চাপা দেওয়া ট্রাক এবং এর চালককে আটক করা হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন