
ভোলা প্রতিনিধি: ভোলায় মালবাহী অবৈধ কাকরা ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত সোহাগ ইলিশা ইউনিয়নের বাগার হাওলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। সে ঢাকায় টাইলস মেস্তুরী হিসেবে কাজ করতো।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকদার বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে সোহাগ মোটরসাইকেল যোগে জংশন বাজার থেকে ভোলা শহরের উদ্দেশে আসার সময় ইলিশা বাজারের দক্ষিণ পাশে সিকদার বাড়ির দরজায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাকরা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে মোটরসাইকেল চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। এবং ট্রলি চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
/এসএস

