ভোলায় শীতার্তদের মাঝে পুুলিশ সুপারের কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
পুলিশ সুপার মো. মোকতার হোসেন

ইকরামুল আলম  (ভোলা প্রতিনিধি)  ভোলায় গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, তার নিজম্ব অর্থয়ানে ভোলায় গরীব অসহায়, হতদরিদ্র ছিন্নমূল পরিবারে মাঝে প্রায় ৩’শ কম্বল বিতরন করা হয়েছে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক আহবায়ক ও বিটিভি ভোলা প্রতিনিধি আবু তাহের, সাধারণ সম্পাদক অমিতাব অপু, সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপাস্থিত ছিলেন।

পু

মন্তব্য করুন