ভোলায় ইলিশ বিক্রি ও মওজুদের দায়ে ১১ ব্যবসায়ীর জেল-জরিমানা

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ইলিশ বিক্রি ও মওজুদের দায়ে ১১ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার পৃথক অভিযানে ভোলা শহরের মাছ বাজার ও ইলিশা মাছঘাট থেকে এদের আটক করা হয়। এসময় এদের কাছ থেকে প্রায় ৪০ মন ইলিশ জব্দ করা হয়।

পরে এদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জনকে এক বছর করে কারাদন্ড ও বাকী ৪জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের একটি টিম ভোলা শহরের মাছ বাজারে অভিযান চালায়। এসময় প্রায় পাঁচ মন ইলিশসহ চার মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, ইলিমেল অভয়াশ্রম হিসেবে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১মার্চ থেকে ৩০ এপ্রিল এ দুই মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবাহন ও মওজুদ আইনত দন্ডনীয় অপরাধ। ইলিশের অভয়াশ্রম রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য বিভাগ, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেসহ একটি টিম ভোলার ইলিশা মাছ ঘাটে অভিযান চালায়। এসময় মওজুদ রাখা প্রায় ৩৫ মন ইলিশসহ সাত ব্যবসায়ীকে আটক করা হয়।

এদের মধ্যে চার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও সাত ব্যবসায়ীকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এবং জব্দকৃত মাছ গরীব, অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন