মুজিবনগরে হাত-পা বেঁধে বস্তা চাপা দিয়ে ব্যবসায়ীকে রহস্যময় খুন!

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২০

মেহেরপুরের মুজিবনগরে হাত-পা বেঁধে সুবল চন্দ্র নামের এক সার ব্যবসায়ী রহস্যময় খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার মহাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুবল চন্দ্র মহাজনপুর গ্রামের শ্রী বুদু কুরির ছেলে। মহাজনপুর গ্রামের বাজারে তিন তলা বিশিষ্ট বাড়ির নিচতলাতে নিজস্ব রাসায়নিক সারের ব্যবসা করতেন।

ধারণা করা হচ্ছে সারের বস্তা চাপা দিয়ে শাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার বুক ও মুখের ওপর সারের বস্তা রেখে চাপা দেওয়া হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো। কিন্তু ততক্ষণে প্রাণবায়ু উড়ে যায় সুবল চন্দ্রের। তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

কিন্তু রহস্যময় এ হত্যাকাণ্ড কীভাবে কে বা কারা ঘটিয়েছে এবং মুহুর্তেই কোথায় পালিয়েছে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কোনো কারণও জানা যায়নি তাৎক্ষণিকভাবে।

সুবল চন্দ্রের স্ত্রী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে তিনি (সুবল চন্দ্রের স্ত্রী) নিচে নেমে দেখেন হাত-পা বাঁধা তার স্বামীর বুকে ও মুখের ওপর দুই বস্তা সার এবং পায়ের ওপর গ্যাস সিলিন্ডার রাখা মৃতদেহ পড়ে আছে।

ঘটনার পরপরই পার্শ্ববর্তী কোমরপুর এবং মুজিবনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে এ হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি। মুজিবনগর থানার ওসি আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

/এসএস

মন্তব্য করুন