ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে “স্বাধীনতার অমর কাব্য” মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে।

এতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মারিফ আহমেদ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, অধ্যক্ষ শাফিয়া খাতুন, বিটিভি ভোলা প্রতিধি আবু তাহের, সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, ঢাকা আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল।

অনুষ্ঠানে ৭ মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সামস উল আলম মিঠু, মশিউর রহমান পিংকু, ভোলা আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নেয়ামতউল্যাহ, জীবন পূরাণ আবৃত্তি একাডেমির সদস্য জাবেদ ইকবাল, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর আবৃত্তি শিল্পী আবিদুল আলম, রেহানা ফেরদাউস, ভোরের পাখির পরিচালক শরমিন জাহান শ্যামলী, ভোলা আবৃত্তি সংসদের আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না, আসমা আক্তার সাথী প্রমূখ।

অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করেন জীবন পূরাণ আবৃত্তি একাডেমি, কাব্যাঙ্গন ও ভোরের পাখি।

মন্তব্য করুন