বরিশালে সড়কের পাশে মিলল নারীর লাশ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

বরিশালে সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পৌনে ৯টার দিকে নগরীর বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার এসআই মো. সেলিম জানান, সকালে পৌনে ৯টার দিকে নগরীর বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশে ওই নারী মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন