ফটিকছড়িতে দ্বিতীয়বারের মত বন্ধ হলো হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিল

ওয়াজ-মাহফিল

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

ফটিকছড়িতে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় দ্বিতীয়বারের মতো পন্ড হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকির মাহফিল।

উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন রাংগামাটিয়া ইসলামী যুব কল্যাণ পরিষদ আয়োজিত আজকের (৫ মার্চ) মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করার কথা ছিলো হাফিজুর রহমান সিদ্দীকির। কিন্তু তিনি মাহফিলে আসতে পারছেন বলেই জানা গেছে।

এর আগেও গত ১-মার্চ মাহফিলটির প্রস্তুতি ও তারিখ নির্ধারণ করা হলেও শেষমেশ প্রশাসনিক অনুমতি না থাকার দোহাই দিয়ে তা করতে দেয়নি স্থানীয় প্রশাসন। পরবর্তীতে ৫ মার্চ পূণরায় তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সম্পন্ন হলেও দ্বিতীয়বারের মতো প্রশাসনিক বাধার মুখে পড়ে মাহফিলটি।

এ বিষয়ে মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মাওলানা তোয়াহা সিদ্দীকির সাথে কথা হলে তিনি বলেন, আমরা মাহফিলের ব্যাপারে জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়ে এসেছি। কিন্তু হঠাত গতকাল রাতে ফটিকছড়ি থানার ওসি মহোদয় উপরের নির্দেশ দেখিয়ে মাহফিলটি না করার জন্য বলে দেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার এর সাথে কথা হলে তার থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গিয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ অনুমতিপত্র দেখাতে না পারায় সার্বিক আইন শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে মাহফিল না করতে বলা হয়েছে। অনুমতিপত্র থাকলে আমাদের পক্ষ থেকে মাহফিল করতে কোন বাধার কারণ নাই।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্তদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বিষয়টির কড়া প্রতিবাদ জানিয়েছেন।

মাহফিল কেন বন্ধ হলো এ বিষয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, স্থানীয় এমপি নজিবুল বশর মাইজভান্ডারীর ইশারায় প্রশাসন তাঁর মাহফিল বন্ধ করছে আবার নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলছেন স্থানীয় প্রভাবশালী কিছু জামায়াত-শিবির নেতাদের প্রচ্ছন্ন ইশারায় হাফিজুর রহমানের মাহফিল বন্ধ করা হয়েছে।

মন্তব্য করুন