ভোলায় বাস চাপায় কিশোর নিহত

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
নিহত তুহিন
ইকরামুল আলম (ভোলা থেকে) ভোলায় বাস চাপায় মো. তুহিন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ইলিশা ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মো. তুহিন তার মায়ের সাথে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে স্বপ্নচুড়া ঢাকা-চ- ১৭৪২ নামের বাস যোগে ইলিশা ফেরীঘাট আসে। ঘাটে এসে বাসটি থামানোর পর তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এসমশ ড্রাইভার বাসটিকে সামনের দিকে নিলে পাশে দাড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পরে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবং বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন