কথিত স্বামীর খোঁজ নেই, ৩ দিন পর হোটেলে মিলল তরুণির লাশ

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

উঠেছেন দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে। ৩ দিন পর কথিত স্বামীর খোঁজ না মিললেও মিলেছে তরুণির লাশ। মঙ্গলবার ভোরে পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় আবাসিক হোটেলের এক কক্ষ থেকে অজ্ঞাত পরিচয়ে ওই তরুণির (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে হলিডে ইন নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে এক তরুণের সঙ্গে উঠেছিলেন নিহত তরুণি।

মহিপুর থানার এসআই সাইদুর জানান, গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে হলিডে ইন নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে উঠেন ওই তরুণ-তরুণি।

এসময় হোটেল রেজিস্ট্রারে তরুণের নাম রাজ্জাক (২৫); বাবা মো. হানিফ সরদার ও মা লায়লা বেগম, ডাকঘর ও থানা বুড়িহাট, জেলা কেশবপুর উল্লেখ থাকলেও বাস্তবে এ ঠিকানার অস্তিত্ব নেই। এ ছাড়া রাজ্জাকের সঙ্গী জিন্নাত নাম উল্লেখ থাকলেও তার অন্য কোনো তথ্য রাখা হয়নি।

মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা এটি এখনি বলা যাচ্ছে না।

মরদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

/এসএস

মন্তব্য করুন