নওগাঁয় করোনাভাইরাস সন্দেহে সিঙ্গাপুর ফেরত এক শিক্ষার্থী ভর্তি

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিংগাপুর ফেরত মেহেদী হাসান নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০২ মার্চ) রাত ৮টার দিকে তাকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

করোনাভাইরাস সন্দেহে যুবককে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনীর আলী আকন্দ।
তিনি আরো বলেন, সিঙ্গাপুর ফেরত ওই শিক্ষার্থীকে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, সে ভাইরাসে আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান চিকিৎসক।

এছাড়া বিষয়ে ঢাকায় জানানো হয়েছে বলেও জানান নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক। এর আগে, আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও বাংলাদেশি জ্বর নিয়ে দেশে ফেরেন।

পরে তাদের করোনাভাইরাস সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। পর্যবেক্ষণে থাকার পর ভাইরাস না থাকায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

রোগীর বাবা আব্দুল খালেকে বলেন, গত বৃহস্পতিবার তার ছেলে মেহেদী হাসান সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেন। ছেলের শরীরে অনেক জ্বর ও ব্যথা অনুভব করলে প্রথমে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসানকে সিঙ্গাপুর থেকে ফেরার খবরে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

/এসএস

মন্তব্য করুন