মোদির বাংলাদেশে আগমন ঠেকাতে ভোলায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

ভারতের দিল্লিতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও নৃশংসভাবে হত্যা এবং মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

সোমবার বেলা ১১টায় ভোলা জেলার প্রাণকেন্দ্র কালিনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ চত্বর এই বিক্ষোভ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল।

এসময় বক্তব্য রাখেন, মুসলিম ঐক্য পরিষদের মুখপাত্র মাওঃ মিজানুর রহমান, মাওঃ তাজউদ্দিন ফারুকী, মাওঃ আতাউর রহমান মোমতাজী, আলহাজ্ব মাওঃ মোবাশ্বিরুল হক নাঈম, মাওঃ মোঃ তরিকুল ইসলাম,এইচ এম ইব্রাহীম খলিলসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন,আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু,খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি।এতে আমাদের কোনো রকম সমস্যা নেই। কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারতে আমার মুসলিম ভাই-বোনেরা নিরাপদে নেই।আমরা কখনো হিন্দুদের মন্দিরে আঘাত করিনি কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে আজ আমাদের মসজিদ নিরাপদ নেই। এই রক্ত পিপাসু নরেন্দ্র মোদী আগামী ১৭ইং মার্চ বাংলাদেশে মুজিব বর্ষে আসবে এটা সহ্য করা যায় না। আমার ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ

পরিশেষে আগামী শুক্রবার বাদ জুমা ভোলা হাটখোলা মসজিদ চত্বর থেকে স্মরণকালের বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বক্তারা।

মন্তব্য করুন