প্রেমের টানে বাংলাদেশে এসে ইতালিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

গত বছর প্রেমের টানে আমেরিকার এক তরুণী লক্ষ্মীপুরে ছুটে এসেছিলেন। এবার লক্ষ্মীপুরের এক যুবকের প্রেমে সাড়া দিয়ে ইতালি থেকে ছুটে আসলেন এক তরুণী (১৯)। ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তার নতুন নাম রাখা হয়েছে খাদিজা বেগম। প্রেমিক ইকবাল হোসেনকে (২৭) বিয়ে করে ভালোবাসার ঘর বেঁধেছেন খাদিজা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা প্রেমিক ইকবাল ও খাদিজার ইসলামি রীতিতে বিয়ে হয়। রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল।

এর মধ্যে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে খাদিজাকে দেখতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে ইকবালের বাড়িতে। সন্ধ্যায় এই দম্পতি মধু চন্দ্রিমার উদ্দেশ্যে বাড়ি থেকে কক্সবাজার রওয়ানা হন। সেখান থেকে তারা মধু চন্দ্রিমার জন্য মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে।

রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, প্রেমের টানে ইতালির তরুণী রায়পুরে এসেছে। উভয়ের পরিবার প্রেমের সম্পর্কটি মেনে নেয়ায় তাদের বিয়ে দেয়া হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন