
ইকরামুল আলম (ভোলা থেকে) ভোলায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। রবিবার দিবাগত রাত আড়াই টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ বাজারের কাজি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার জংশন বাজারেও ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে যায়। এ ঘটনার ২৪ ঘন্টার মাথায় পরানগঞ্জ বাজারে আগুন লাগে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটেছে বলে স্থানীয়রা জানায়
আগুনের খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, রাতে আড়াইটার দিকে প্রথমে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তারা ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতক্ষনে প্রাায় ৩০টিরও বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে গার্মেন্টস, জুয়েলারী, কীটনাশক, মোবাইল, ফার্মেসী, কম্পিউটার, প্লাস্টিকের দোকান রয়েছে বলেও জানান স্থানীয়রা।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধারনা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমান এখনও নির্নয় কার সম্ভব হয়নি।
এছাড়াও আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়। পর তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

