অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে থানায় সোপর্দ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস : চট্টগ্রামে অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চকবাজার থানা পুলিশের হাতে তাদের তুলে দেন পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।

আটকরা হলেন-ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

পুলিশ জানায়, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি ৪জন গ্রাহক পলাতক আছেন।

মন্তব্য করুন